মোবাইল ফোন চুরি হওয়ার ক্ষেত্রে চোরের চাতুরীর চেয়ে আপনার অসতর্কতাও কম নয়! অনেকেই ভুল করে ফোন ফেলে আসেন আর কারও বা চুরি হয়ে যায়। মোবাইল ফোন চুরি হলে চোরের চেয়ে মোবাইল ফোনের মালিককেই বেশি দোষারোপ করা হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে। সম্প্রতি সিয়াটলভিত্তিক তথ্য-সুরক্ষা সেবাদাতা প্রতিষ্ঠান মোজি মোবাইল হারানোর বিষয়টি নিয়ে একটি জরিপ পরিচালনা করেছিল। মোজি দাবি করেছে, যুক্তরাষ্ট্রে চালানো জরিপে তারা অবিশ্বাস্য ফল পেয়েছে। শতকরা ৭০ শতাংশ মানুষই মোবাইল হারানো অভিজ্ঞতা...

